ফিলিপাইনে ডেঙ্গুকে ‘জাতীয় মহামারি’ ঘোষণা

0

ডেঙ্গুকে মহামারি হিসেবে ঘোষণা করেছে ফিলিপাইন সরকার। মশাবাহিত এই রোগে এ বছর দেশটিতে এখনো পর্যন্ত অন্তত ৬২২ জন প্রাণ হারানোর পর ডেঙ্গুকে ‘জাতীয় মহামারি’ হিসেবে ঘোষণা করল ফিলিপাইন।

২০১৯ সালের ০১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত অন্তত ১ লাখ ৪৬ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর আগে চলতি বছরের জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপের কারণে ‘জাতীয় ডেঙ্গু সতর্কতা’ জারি করেছিল তারা।

ফিলিপাইনের স্বাস্থ্য দফতর বলছে, মহামারি ঘোষণা করায় জরুরিভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন-এমন জায়গাগুলো শনাক্ত করতে স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য সুবিধা হবে। দেশটির সাতটি অঞ্চলে তিন সপ্তাহের ব্যবধানে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে।

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর প্রায় ৪০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।

১৯৭০ সালের আগে বিশ্বের মাত্র ৯টি দেশে ডেঙ্গুর অস্তিত্ব পাওয়া গিয়েছিল। অথচ বর্তমানে ১০০টিরও বেশি দেশে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়েছে। 

Share.

Comments are closed.